চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

লাশ দাফনের আগে জমির বিরোধ নিয়ে মারামারি, পেকুয়ায় আহত ৩
প্রতীকী ছবি

লাশ দাফনের আগে জমির বিরোধ নিয়ে মারামারি, পেকুয়ায় আহত ৩

পেকুয়া প্রতিনিধি

১০ নভেম্বর, ২০২৫ | ৮:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে লাশ দাফনকে কেন্দ্র করে চাচাতো ও জেঠাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

আহতরা হলেন মৃত ফিরোজ আহমদের ছেলে জসিম উদ্দিন (৩৮), আবুল কাশেম (২৮) ও জসিম উদ্দিনের স্ত্রী নাঈমা সোলতানা (২২)।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার রাবাকিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বারাইয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিন বছর আগে ওই এলাকার রশিদ আহমেদের কাছ থেকে আপন ভাই মৃত ফিরোজ আহমদের ছেলে জসিম উদ্দিন গং জমি ক্রয় করে। ক্রয়কৃত জায়গায় রেজিস্ট্রি দেয়ার পুর্বে গতকাল সোমবার সকালে রশিদ আহমদ মারা যান।

বারবাকিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল উদ্দিন বলেন, লাশ দাফনের আগে জমি রেজিস্ট্রি নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারি হয়। এতে উভয়পক্ষের তিনজন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত জসিম উদ্দিন বলেন, চাচা মারা যাওয়ার পর আমরা স্থানীদের সাথে বসে ক্রয়কৃত জমির বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। এ সময় মো. নুরুন্নবীসহ ৭-৮ জন আমাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে নুরুন্নবী হাতে থাকা ছুরি দিয়ে আমাকে আঘাত করে। আমার ছোট ভাই ও স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়।

আহত আবুল কাশেম অভিযোগ করেন, হামলাকারীরা তার মোবাইল ফোন ও নগদ দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।

অন্যদিকে, মো. নুরুন্নবী বলেন, জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলমান। আজ আমার বাবার লাশ দাফনের সময় তারা বাধা দিয়েছে, এমনকি লাশের ওপর ইটপাটকেলও ছুড়েছে। এতে আমাদের পরিবারে তিনজন আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তাফা বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট