চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত শিশু চন্দনাইশে উদ্ধার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত শিশু চন্দনাইশে উদ্ধার

চন্দনাইশ সংবাদদাতা

১০ নভেম্বর, ২০২৫ | ৮:২৬ অপরাহ্ণ

কক্সবাজার উখিয়া মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ হওয়া ৩ বছরের শিশু মো. ইছাকে চন্দনাইশের দোহাজারী থেকে উদ্ধার করেছে পুলিশ।

 

আজ সোমবার (১০ নভেম্বর) চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, উখিয়া মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের আমির আলীর ৩ বছরের ছেলে মো. ইছাকে গত ৮ নভেম্বর কে বা কারা অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে আমির আলী বাদী হয়ে উখিয়া থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন। ডায়েরির সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান চিহ্নিত করে আজ সোমবার সকালে শিশুটিকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়।

 

উখিয়া থানার মাধ্যমে আমির আলী চন্দনাইশ থানায় আসলে আজ সোমবার শিশুটিকে তার পিতার নিকট হস্তান্তর করেন পুলিশ।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট