
চট্টগ্রামে সাতকানিয়ায় পারিবারিক বিরোধের জেরে নিজ সন্তানের হাতে বাবার মৃত্যু হয়েছে। রবিবার (০৯ নভেম্বর) রাত সোয়া ৮’টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আহমেদ হোসেন (৫২) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকার জলিল বক্সের ছেলে।
জানা যায়, পারিবারিক কলহ’কে কেন্দ্র করে নিহত আহমদ হোসেনের সাথে তার বড় ছেলে রিয়াদ হোসেনের (২২) বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিয়াদ বাবা আহমদ হোসেনকে ছুরি দিয়ে গলার ডানপাশে আঘাত করে। আহত অবস্থায় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথে তিনি মারা যান।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী পূর্বকোণকে বলেন, কাঞ্চনায় ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/আরআর/পারভেজ