চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

পায়ে লিখে এমবিএ পাস আলী

পায়ে লিখে এমবিএ পাস আলী

এম এম আহমদ মনির, লোহাগাড়া

৯ নভেম্বর, ২০২৫ | ১০:৫৮ পূর্বাহ্ণ

আমি জন্মগতভাবে দুই হাতবিহীন একজন প্রতিবন্ধী। শৈশবে আমার মা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনুপ্রেরণায় সংসারে আত্মনির্ভরশীল হয়ে ঠিকে থাকার প্রাণপণ চেষ্টা চালিয়েছি। পায়ের সাহায্যে লেখাপড়া, খেলাধুলা ও খাওয়া-দাওয়া করে গেছি। শত শোক ও মানসিক যন্ত্রণার মাঝেও আমি কখনো মনোবল হারাইনি। একে তো আমি প্রতিবন্ধী, অন্যদিকে নিতান্ত দরিদ্র পরিবারের সন্তান। এরপর ও সংসারের বোঝা না হয়ে শিক্ষাজ্ঞান অর্জন করে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্নে আমি সারাক্ষণ বিচলিত ছিলাম। উপরোক্ত কথাগুলো বলছিলেন উপজেলাধীন বড়হাতিয়া ইউনিয়নের দুর্গম এলাকা হরিদাঘোনার দুই হাতবিহীন প্রতিবন্ধী মো. আলী। সম্প্রতি আলাপচারিতায় তিনি আরো জানান, মায়ের স্নেহ, বাবার আদর ও শিক্ষকদের অনুপ্রেরণায় তিনি প্রাথমিক শিক্ষার গন্ডিরেখা পেরিয়ে পর্যায়ক্রমে এমবিএ পাস করতে সক্ষম হয়েছেন। তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে চলতি বছরে এমবিএ পাস করেছেন। বর্তমানে তার একান্ত প্রযোজন একটি চাকুরি। এ ব্যাপারে তিনি সরকারের শুভদৃষ্টি কামনা করেছেন।

 

মো. আলী আরো বলেন, তার যখন দুটো হাত নেই, কিন্তু পা’তো আছেই। শৈশব থেকে তিনি পায়ের লেখার অভ্যাস করেন এবং খেলাধুলা ও খাওয়া-দাওয়া পায়ের সাহায্যে করার প্রচেষ্টা চালান। ফলে, তিনি পা দিয়ে লিখে সব ধরনের পরীক্ষায় সফলতা বয়ে আনেন।

 

তিনি জানান, ছাত্র অবস্থায় তিনি সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা ও চিত্তরঞ্জন মেমোরিয়াল ট্রাস্ট থেকে শিক্ষাবৃত্তি পেয়েছেন এবং এখনো চলমান রয়েছে।

 

মো. আলীর মা সামশুন্নাহার বলেন, আমার প্রিয় সন্তান মো. আলী জন্মগতভাবে দুই হাতবিহীন প্রতিবন্ধী হওয়ায় তাকে লালন-পালন করতে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। প্রতিবেশীরা সন্তানের ব্যাপারে তাকে প্রতিনিয়ত নিরুৎসাহিত করতেন। কোন প্রাথমিক বিদ্যালয়ে তাকে ভর্তি করতে পারেনি। অবশেষে উত্তর বড়হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান চৌধুরীর সহযোগিতায় তার স্কুলে ভর্তি হলে তার শিক্ষাজীবন শুরু হয়।

 

উত্তর বড়হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, স্কুলে ভর্তি হওয়ার পর দুই হাতবিহীন প্রতিবন্ধী মো. আলীর পায়ের লেখা দেখে সেদিন আমি ধারণা করেছিলাম সে একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করবে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট