চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সেন্টমার্টিনে ফ্রি মেডিকেল ক্যাম্প: চার শতাধিক রোগীকে চিকিৎসা

সেন্টমার্টিনে ফ্রি মেডিকেল ক্যাম্প: চার শতাধিক রোগীকে চিকিৎসা

অনলাইন ডেস্ক

৭ নভেম্বর, ২০২৫ | ১১:১৩ অপরাহ্ণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সেন্ট মার্টিন দ্বীপে অনুষ্ঠিত হয়েছে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প। শুক্রবার (৭ নভেম্বর) নিপীড়িত নারী ও শিশু অধিকার সহায়তা সেল, চট্টগ্রাম মহানগর ও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন সাবেক এমপি ও টেকনাফ – উখিয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিপীড়িত নারী ও শিশু অধিকার সহায়তা সেল, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. মোনাইম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক ডা. আসহাব মেহরাজ আসিফ।

প্রায় তিন ঘণ্টাব্যাপী এ মেডিকেল ক্যাম্পে চট্টগ্রাম মেডিকেল কলেজের ১২ জন চিকিৎসক অংশ নেন। নারী ও শিশুসহ প্রায় ৪০০-এর অধিক দ্বীপবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
আয়োজকরা জানান, দ্বীপবাসীর চিকিৎসা সুবিধা সীমিত হওয়ায় এ ধরনের উদ্যোগ স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট