
রাঙামাটির কাউখালীতে পুকুরে ডুবে অর্ষমিতা চাকমা (১১) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার ঘাগড়ার জুনুমাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অর্ষমিতা জুনুমাছড়ার শান্ত চাকমা ও জয়া চাকমা দম্পত্তির মেয়ে, ঘাগড়া কেজি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করেন কাউখালী থানার এস আই নিপু বিশ্বাস। তিনি বলেন, কোতোয়ালী থানা পুলিশের মাধ্যমে নিহত অর্ষমিতা চাকমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , অর্ষমিতা কয়েকজন সহপাঠীসহ গোসল করতে গিয়ে পুকুরের পানিতে তলিয়ে যায়। সহপাঠী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্কুলের শিক্ষক রিয়াদ হোসেন বলেন, অর্ষমিতা সবসময় মেধাবী, হাসি খুশি ও প্রানবন্ত থাকতেন। তার মৃত্যুর সংবাদে সহপাঠী, শিক্ষক সকলের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পূর্বকোণ/পারভেজ