
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের ভাণ্ডারী গেট এলাকায় অস্ত্রসহ ৩ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হল- মো. নাছির (৩৪), মো. বিটু (২৫) ও মাহবুব আলম (২৫)।
এদের মধ্যে নাছির নোয়াখালীর হাতিয়ার সুখচর ইউনিয়নের মৃত মো. ওহাবের ছেলে। বিটু হাতিয়ার উত্তর চর ইশ্বর রায় বাসু কবিরাজের বাড়ির মৃত জাকের হোসেনের ছেলে ও মাহবুব দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া এলাকার মৃত ইসলামের ছেলে।
তাদের কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. সেলিম। তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/এএইচ