চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

আনোয়ারায় অটোরিক্সার ব্যাটারি চুরিকে কেন্দ্র করে মারামারিতে যুবক নিহত

আনোয়ারা সংবাদদাতা 

৬ নভেম্বর, ২০২৫ | ১১:৫৩ অপরাহ্ণ

আনোয়ারায় অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে মো. ইউনুচ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বুধবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার হাজিগাঁও কটনমিল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইউনুচ স্থানীয় এয়াকুব আলীর ছেলে।

ঘটনার পর নিহতের বাবা আনোয়ারা থানায় শওকত আলী (৫০) ও নিলয় (৩২) নামে দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। নিহতের পরিবার জানায়,ইউনুচ পেশায় দিনমজুর ছিলেন। বাবুর্চির সহকারী হিসেবে তিনি বিয়ের অনুষ্ঠানে কাজ করতেন। তার মৃত্যুর পর পরিবারে বাবা-মা, স্ত্রী ও দুই শিশু কন্যা অসহায় অবস্থায় পড়েছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিযুক্ত নিলয়কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট