
চট্টগ্রামের সাতকানিয়ায় বার আউলিয়া ইসলামিক কমপ্লেক্সে বার আউলিয়া কমপ্লেক্সের আয়োজনে ১৫তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব অব চিটাগং পাইওনিয়র ও অগ্রণীর সহযোগিতায় সাতকানিয়া মাদার্শা কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজনটি কমপ্লেক্স সভাপতি বশির উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মুজিবুর রহমান। উদ্বোধন করেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ৪ এর আরসি হেড কোয়ার্টার, লায়ন মির্জা আকবর আলী চৌধুরী।
উপস্থিত ছিলেন কমপ্লেক্স সেক্রেটারি মোহাম্মদ হেলাল, উপজেলা বিএনপি নেতা সেলিমুল হক, হাফেজ আহমদ, জামাল হোসেন, জহিরুল ইসলাম, যুবদল সভাপতি মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ জাহাঙ্গীর, এনামুল হক, মাহমুদ চৌধুরী, মোহাম্মদ জলিল, আনোয়ার, ইব্রাহিম, লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট জেডসি লায়ন সায়মা সুলতানা, আকতার ফারুক, হেলেনা মিতু, নাজিম উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, কমপ্লেক্স সহ সভাপতি আলী আহমদ, কামাল হোসেন, মোহাম্মদ হাসান, সাহাদত হোসেন, আবদুল গফুর, মোহাম্মদ ফয়সাল, আবদুল মালেক, জুবায়ের ও আবদুল্লাহ সাহিল।
ক্যাম্পে শতাধিক চক্ষু রোগী চিকিৎসা গ্রহণ করেন। এদের মধ্যে ১০ জন রোগীকে বিনামূল্যে লায়ন্স চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে। ডা. তাহের আহমদ এর কোয়ান্টাম সার্জারি টিম ৮০ জন ছেলের খতনা সম্পন্ন করে। প্রত্যেককে প্রয়োজনীয় ওষুধ, লুঙ্গি, গামছা ও টুপি উপহার হিসেবে দেওয়া হয়।
পূর্বকোণ/এএইচ