
চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুই ভাইয়ের দুটি বসতঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৬ অেক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মাতব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে সবকিছু পুড়ে গিয়ে নিঃস্ব হয়েছেন দুই ভাই।
বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন। তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্ত রঞ্জিত কুমার নাথ বলেন, আগুনের কারণে বাড়ি থেকে সাথে থাকা কাপড় ছাড়া কিছু বের করা যায় নি। নগদ টাকা ও বাড়ির ফার্নিচার, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
পূর্বকোণ/কেএইচ/এএইচ