
কক্সবাজারের মহেশখালীতে সন্ত্রাসবিরোধী অভিযানে আশেকুল ইসলাম তুরাগ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় তার কাছ থেকে ৩টি পিস্তল জব্দ করা হয়। গ্রেপ্তার আশেক উপজেলার পানিরছড়া গ্রামের জাফর আলমের পুত্র।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে মহেশখালী কোস্ট গার্ড স্টেশনের একটি দল উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে অস্ত্র মামলা দায়ের করে মহেশখালী থানায় হস্তান্তর করে হয়েছে।
পূর্বকোণ/এমএএইচ