চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে পৃথক অভিযানে ২ মাদক পাচারকারী আটক

টেকনাফে পৃথক অভিযানে ২ মাদক পাচারকারী আটক

টেকনাফ সংবাদদাতা

৫ নভেম্বর, ২০২৫ | ১০:৫০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া চেকপোস্টে পৃথক তল্লাশী অভিযানে দুজনকে আটক করেছে বিজিবি। এ সময় একজনের কাছ থেকে ২০ হাজার ইয়াবা এবং অপরজনের কাছ থেকে ১৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এছাড়া পাচারকালে ব্যবহৃত একটি টমটমও জব্দ করা হয়েছে।

 

আটককৃতরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জাদিমুড়া গ্রামের ইমান হোসেনের পুত্র ইজিবাইক চালক মো. জসিম (১৮) ও  পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড ইসলামবাদের মৃত আব্দুর রহমানের পুত্র মো. নজরুল ইসলাম (৩৫)।

 

আজ বুধবার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, দুপুরে কক্সবাজার থেকে টেকনাফগামী ১টি যাত্রিবাহী বাস তল্লাশী করে একজন যাত্রীর সীটের নীচে বিশেষভাবে লুকানো অবস্থায় পানির বোতলে ১৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারের পাশাপাশি মাদক বহনকারীকে আটক করা হয়। অপরদিকে হ্নীলা হতে টেকনাফগামী একটি ইজি বাইককে (টমটম) থামার সংকেত দিলে চালক পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় পলায়নরত চালককে ধাওয়া করে আটক করা হয়। পরে ইজি বাইকটি  তল্লাশি করে চালকের সীটের নিচে লুকানো অবস্থায় ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক বহনের দায়ে ইজি বাইকসহ চালককে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট