চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

হালদায় ৫টি চরঘেরা জাল ও ২৫টি বড়শি জব্দ

হালদায় ৫ চরঘেরা জাল ও ২৫ বড়শি জব্দ

হাটহাজারী সংবাদদাতা

৫ নভেম্বর, ২০২৫ | ১২:৩৪ অপরাহ্ণ

হালদা নদীতে অভিযান চালিয়ে ৫টি চরঘেরা জাল ও ২৫টি বড়শি জব্দ করেছে হাটহাজারী উপজেলা মৎস্য অফিস।

এসব জালের বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানা গেছে।

বুধবার (৫ নভেম্বর) হাটহাজারীর উত্তর মার্দাশা হালদা নদীর রামদাস মুন্সিরহাট থেকে হালাদার মোহনা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. শওকত আলী জানান, অবৈধভাবে জাল ও বড়শি দিয়ে মাছ শিকার করার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। হালদা নদীর মাছ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট