
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব ইলশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় জাকির হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং নিহতের স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ( ৪ নভেম্বর) ১১টার দিকে বাহারছডা ইউনিয়নের পূর্ব ইলশা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন একই গ্রামের ৬ নং ওয়ার্ডের মোজাফর আহমদের পুত্র।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পুর্ব ইলশা গুরা মিঞার বাড়ির মৃত মোক্তার আহমদের পুত্র নুরুল আবছার (৬৫), তার ভাই নুরুল আক্তার (৬২) এবং নুরুল আক্তারের ছেলে মো. ফয়েজ উদ্দীন (৩২)।
স্থানীয় ইউপি সদস্য ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিনের বিরোধের জেরে আজ জাকির হোসেনকে আঘাত করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল ৪টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এবং তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের ছেলে ইকবাল জানান, সকালে আমার বাবা দোকান থেকে আসার সময় বাড়ির কাছাকাছি আসলে ওরা এলোপাতাড়ি কুপিয়ে বাবাকে জখম করে, আমার মা ও বোন এগিয়ে আসলে তাদেরকেও আঘাত করে। এ ঘটনায় যারা সরাসরি জড়িত এবং যারা ইন্ধন দিয়েছে সবার বিচার চাই।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সাইফুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধ নিয়ে মারামারি হলে বৃদ্ধ জাকির হোসেন গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাযন। লাশের সুরতহাল হাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
পূর্বকোণ/পারভেজ