চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সীতাকুণ্ডে আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় মহাসড়কের পাঁচ স্পটে ব্যারিকেড

সীতাকুণ্ডে আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় মহাসড়কের পাঁচ স্পটে ব্যারিকেড

সীতাকুণ্ড সংবাদদাতা

৩ নভেম্বর, ২০২৫ | ৯:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির কেন্দ্রীয় সাবেক যুগ্ন মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ-কে মনোনয়ন না দেয়ায় উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচটি স্পটে সড়ক অবরোধ করেছে আসলাম চৌধুরীর সমর্থকরা। এছাড়াও সীতাকুণ্ড সদরে চট্টগ্রামমুখী একটি ট্রেন আটকে তার সামনে ব্যারিকেড দিয়েছে জনতা।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর থেকে সীতাকুণ্ড উপজেলার সিটি গেট, ফৌজদারহাট জলিল, ভাটিয়ারী, বারআউলিয়া, জোড় আমতল ও কুমিরায় মহাসড়ক অবরোধ করে তারা।

এতে পুরো উপজেলায় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সমর্থকরা মহাসড়ক থেকে সরতে অস্বীকৃতি জানায়।

পূর্বকোণ/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট