চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে ধানক্ষেত থেকে ১৩ জিম্মি উদ্ধার

টেকনাফে ধানক্ষেত থেকে ১৩ জিম্মি উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

৩ নভেম্বর, ২০২৫ | ৮:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মানবপাচারের শিকার ১৩ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন নারী ও ২ জন শিশু।

১ নভেম্বর গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন হাবিবছড়া ও মিঠাপানিছড়া এলাকার মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

বিষয়টি সোমবার (৩ নভেম্বর) বিকালে নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যায়। পরে ধানক্ষেত থেকে ১৩ জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা জানান, কর্মসংস্থান ও ভালো ভবিষ্যতের প্রলোভনে তারা চক্রটির ফাঁদে পড়েছিলেন। উদ্ধারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট