
চট্টগ্রামের রাউজানের হালদা নদী থেকে ৮ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল উদ্ধার করেছে সদরঘাট থানা নৌ পুলিশ।
শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১২ টা থেকে ৪ ঘণ্টা উপজেলার রামদাস মুন্সিরহাট হতে আলিমের কুম এলাকায় এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেন অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, উদ্ধার করা জালের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৮০ হাজার টাকা।
পরে উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
পূর্বকোণ/পারভেজ