চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

পেকুয়ায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে আপন ভাই বোনের মৃত্যু

পেকুয়ায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে প্রাণ হারাল ভাই-বোন

পেকুয়া সংবাদদাতা

২ নভেম্বর, ২০২৫ | ৫:০০ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকাল ৩টায় টইটং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কয়ডার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ভাই-বোন হল- নুরী জন্নাত (১০) ও হাছান (৮)। তারা টৈটং ইউনিয়নের পূর্ব টইটং ৪ নম্বর ওয়ার্ডের মেীলভী হাছানের জুম এলাকার মোহাম্মদ আমিনের সন্তান।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে দুই ভাই-বোন খালার বাড়িতে বেড়াতে আসে। আজ কোনো এক সময় তারা পুকুরে নামলে খোঁজাখুজি করে না পেয়ে পরে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। দু’জনকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য কাইছার মোহাম্মদ ইলিয়াছ জানান, পুকুরে ডুবে একসাথে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট