চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

টেকনাফে মদ ও ইজিবাইকসহ চালক গ্রেপ্তার

টেকনাফে মদ ও ইজিবাইকসহ চালক গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা  

১ নভেম্বর, ২০২৫ | ৯:৫৬ অপরাহ্ণ

ডগ স্কোয়াডরে প্রশিক্ষিত কুকুরের সহায়তায় কক্সবাজারের টেকনাফে পাচারকালে ২৮ লিটার দেশীয় চোলাই মদসহ ইজিবাইক চালককে গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেপ্তার মো. আব্দুর রহিম (৩০) উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পূর্ব ফুলেরডেইল আব্দুস সালামের পুত্র।  

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, আজ শনিবার (১ নভেম্বর) বিজিবি সদস্যরা হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজিবাইকে তল্লাশি করে পিছনের সিটের নীচে গোপন কুঠরিতে লুকিয়ে রাখা চোলাই মদের চালান শনাক্ত করে। ১৪টি পানির বোতলের মধ্যে ২৮ লিটার দেশীয় চোলাই মদ বহনের দায়ে চালকবেশী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট