চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

শনিবার (১ নভেম্বর) সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মন্নান টেগ এলাকায় এই পার্টির আয়োজন করেন মঈন উদ্দিন নামে এক যুবক। যিনি তার প্রতিবেশী এক নারীকে ধর্ষণচেষ্টার মামলার পলাতক আসামি।

বাড়ি ফিরে ‘বিরিয়ানি পার্টি’ দিলেন ধর্ষণচেষ্টার আসামি!

সন্দ্বীপ সংবাদদাতা

১ নভেম্বর, ২০২৫ | ৬:৩৫ অপরাহ্ণ

উঠানে তৈরি উনুনের উপর বড় পাতিল বসিয়ে রান্না হচ্ছে বিরিয়ানি। কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য নয়- এই আয়োজন চলছে ধর্ষণচেষ্টার এক আসামির বাড়ি ফেরা উপলক্ষ্যে আয়োজিত ‘বিরিয়ানি পার্টির’ জন্য।

শনিবার (১ নভেম্বর) সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মন্নান টেগ এলাকায় এই পার্টির আয়োজন করেন মঈন উদ্দিন নামে এক যুবক। যিনি তার প্রতিবেশী এক নারীকে ধর্ষণচেষ্টার মামলার পলাতক আসামি।

পলাতক আসামির ঘরে ফেরা উপলক্ষ্যে ‘বিরিয়ানি পার্টির’ আয়োজন নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় সমালোচনার মুখে পড়েছে সন্দ্বীপ থানা পুলিশ।

তবে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী দাবি করেছেন, খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে তার বাড়িতে অভিযান পরিচালনা করে। তবে এর আগেই আসামি পালিয়ে যায়।

পুলিশ জানায়- সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মন্নান টেগ এলাকায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গত ২৬ অক্টোবর মঈন উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।

মামলার এজহারে উল্লেখ করা হয়- গত ২৫ অক্টোবর দুপুর ১২টার দিকে মঈন ভুক্তভাগীর ঘরে প্রবেশ করেন। তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান। তবে ধস্তাধস্তির এক পর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে দ্রুত বের হয়ে যান মঈন। পালিয়ে ঢাকা চলে যান।

এই ঘটনায় ভুক্তভোগী ওই নারী সন্দ্বীপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সন্দ্বীপ থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম।

বাদী পক্ষের দাবি, মামলার পর আসামি কয়েকদিন পালিয়ে থাকলেও এখন এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছেন। একারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

পূর্বকোণ/ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট