
চট্টগ্রামের বাঁশখালী থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুল খালেক বাহারছড়া ইউনিয়নের রত্নপুর এলাকার মৃত বদরুজ্জমানের ছেলে।
শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ইলশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো.রাসেল জানান, আব্দুল খালেক বাঁশখালীর ইলশা এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল খালেক নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি শনিবার (১ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়।
পূর্বকোণ/পিআর