চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ ইজিবাইক জব্দ

টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ ইজিবাইক জব্দ

টেকনাফ সংবাদদাতা

৩১ অক্টোবর, ২০২৫ | ৭:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত ইজিবাইক।

শুক্রবার (৩১ অক্টোবর) উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কে একটি ইজিবাইক থেকে মাদকের এই চালান উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ইজিবাইক তল্লাশি করে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারী ইজিবাইকটি ফেলে কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট