চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

বাঁশখালীতে জোয়ারের পানিতে ভেসে এল অজ্ঞাত লাশ

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী

৩১ অক্টোবর, ২০২৫ | ৫:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপকূলের খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল ঝাউ বাগান এলাকা থেকে একটি ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা হচ্ছে- ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ১টায় কদমরসুল এলাকায় স্থানীয়রা লাশটি দেখতে পান।

স্থানীয় জয়নাল আবেদীন বলেন, সাগরে জোয়ারের পানিতে লাশটি ভেসে আসে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, জোয়ারের সময় ভেসে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় সনাক্ত চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে- ৩/৪ দিন পূর্বে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/অনুপম/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট