
চট্টগ্রামের আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার ১৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় শওকত আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ১৭ অক্টোবর উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহতের খবর নিশ্চিত করে তার ভাই লিয়াকত আলী বলেন, হামলাকারীরা আমার ভাইকে কয়েক দফায় নির্মমভাবে আঘাত করেছে। আমি এই হত্যার ন্যায্য বিচার চাই।
হামলার ঘটনায় আহত মিনু আক্তার বাদী হয়ে আনোয়ারা থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৭ অক্টোবর বিকেলে তার স্বামী সিএনজি চালক লিয়াকত আলীর ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে তিনি ও তার দেবর শওকত আলীসহ কয়েকজন ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা হয়। হামলাকারীরা শওকত আলীর মাথায় আঘাত করে গুরুতর জখম করে এবং মিনু আক্তারের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ঘটনার পরই এ বিষয়ে মামলা হয়েছে। আজ আহত শওকত আলীর মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/এএইচসি