
কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশা দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে এক কোরআনে হাফেজ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পেকুয়া বাজারের পশ্চিম পাশে কামাল চেয়ারম্যানের রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ সাইফুল (৪২) পেকুয়া সদরের দক্ষিণ সরকারি ঘোনা এলাকার মরহুম নুরুল আলমের প্রথম ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দিদারুল ইসলাম। তিনি বলেন, কাজে যাওয়ার সময় টমটম উল্টে গেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/কায়ছার