
চট্টগ্রামের মিরসরাইয়ের ধুমঘাট এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাসেল (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আরও দুই আরোহী আহত হয়েছেন।
আহত একজনের নাম শাহীন। অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। রাসেল ও শাহীনের বাড়ি জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় বাজার এলাকায়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক বোরহান উদ্দিন। তিনি জানান, আহতদের প্রথমে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর