
চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবা ও নগদ টাকাসহ মনোয়ারা বেগম (২৯) নামে এক নারীকে আটক করেছে সেনাবাহিনী। তিনি বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী এলাকার মো. জসিম উদ্দীনের স্ত্রী।
আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১টায় উপজেলা সদর ইউনিয়ন লোহাগাড়ার পোস্ট অফিস সংলগ্ন নাসির টাওয়ারের ৫ম তলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৫৫ হাজার টাকা, ৩ হাজার ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ স্থানীয় সেনা ক্যাম্প কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ ব্যাপারে থানার ডিউটি অফিসার ও উপ পুলিশ পরিদর্শক আবদুল আজিজ জানান, সেনাবাহিনীর অভিযানে আটককৃত মাদক কারবারি মহিলাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়া চলমান রয়েছে।
পূর্বকোণ/পারভেজ