চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল শিশুর মরদেহ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল শিশুর লাশ

ফটিকছড়ি সংবাদদাতা

২৯ অক্টোবর, ২০২৫ | ১:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ভবনের নিচতলার শয়নকক্ষ থেকে আফরোজা আফরিন (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ওই কক্ষের বিছানায় থাকা আতিয়া আয়েশা নামে ১৬ মাস বয়সী কন্যাশিশুর মরদেহও উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে কামাল ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত আফরোজা আফরিন ওই এলাকার মো. আনোয়ারের স্ত্রী।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে কামাল ভবনের নিচতলার বাসিন্দা আনোয়ারের শয়নকক্ষ থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশে বিছানায় পড়ে থাকা ১৬ মাস বয়সী কন্যাশিশুর মরদেহও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে- মৃত্যুর আগে ওই গৃহবধূ তার কন্যাসন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট