চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
মাদক কারবারি

টেকনাফে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা      

২৮ অক্টোবর, ২০২৫ | ১০:০১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ সকালে (২৮ অক্টোবর) টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লানপাড়া (ধুমপ্রাংবিল) এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লানপাড়া (ধুমপ্রাংবিল) এলাকার বশির আহমদের পুত্র আব্দুর রজ্জাক (৩৫), মিয়ানমার মংডু নেমেচে আশিক্কাপাড়ার মৃত নুর আলমের পুত্র নুর কবির (১৯), একই এলাকার মৃত ছব্বির আহমদ প্রকাশ সমসুর পুত্র এরশাদ (২৬)।

 

ঘটনার সত্যতা স্বীকার করে ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, সংবাদের ভিত্তিতে ২৮ অক্টোবর সকাল ৬টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশ ইয়াবাসহ তাদের আটক করে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট