চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মহেশখালীতে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, অস্ত্র-গুলি উদ্ধার

মহেশখালীতে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, অস্ত্র-গুলি উদ্ধার

২৮ অক্টোবর, ২০২৫ | ৫:১৫ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় তৈরি অস্ত্র, ২টি এলজি ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়।

 

সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছামিরা ঘোনার পশ্চিমে চেইট্যা ঘোনার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

মহেশখালী কালারমারছড়া ছমিরাঘোনা এলাকার মৃত মনছুর আলম প্রকাশ রসুর ছেলে তারেক (২৩), মৃত শাহ আলমের ছেলে ফারুক (২২) ও মোহাম্মদ আব্দু সামাদের ছেলে সালাহ উদ্দিন প্রকাশ কামাল উদিন (২৬)।

বিষয়টি নিশ্চিত করেছে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুরুল হক। তিনি জানান, কালারমারছড়ার ছামিরা ঘোনার রউসুর ছেলে সন্ত্রাসী তারেক, ফারুক ও সালাহউদ্দিনের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের হেফাজত থেকে ৩টি দেশীয় তৈরি অস্ত্র, ২টি এলজি ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

উল্লেখ্য, সম্প্রতি আটক তারেকের একটি অস্ত্র বেচাকেনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে পুলিশ তাকে হন্য হয়ে খুঁজতে থাকে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট