
কক্সবাজারের উখিয়ায় সাংবাদিক কায়সার হামিদ মানিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। জায়গার সীমানায় জোর পূর্বক মাটি কাটার সময় বাধা দিলে তার ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের ইসমাইল ও তার স্ত্রী ছেনুআরা বেগম। এতে তিনি গুরুতর আহত হন।
আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১ টার দিকে রাজাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আওতাধীন শীলের ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তার ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সাংবাদিক,সাধারণ মানুষের মাঝে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
কায়সার হামিদ মানিক,২০১১ সাল থেকে সততার সাথে সাংবাদিকতা ও উখিয়া সংবাদ বিতান পরিচালনা করে আসছে। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সময়ের আলো,আঞ্চলিক দৈনিক পূর্বকোণ, কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সৈকত পত্রিকায় উখিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছে।
তার পিতা আমিন উল্লাহ উখিয়া উপজেলার একমাত্র সংবাদপত্রের এজেন্ট যিনি দীর্ঘবছর ধরে পত্রিকার ব্যবসা সুনামের সাথে পরিচালনা করে আসছে।
কায়সার হামিদ মানিক জানান, ১৯৯৫ সালে এই জায়গা আমার পিতা ক্রয় করেন। দীর্ঘদিন ধরে শীলের ছড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছি। মৃত লোকমান হাকিমের ছেলে ইসমাইল মৃত ওলা মিয়া সওদাগরের স্ত্রীর কাছ থেকে ১৫/১৬ বছর আগে জায়গা ক্রয় করে। গত কিছুদিন ধরে আমার কাছে জায়গা পাবে বলে জোর পূর্বক আমার জায়গার সীমানা কেটে ফেললে এতে আমি বাধা দিই। পরবর্তীতে স্থানীয় বিচার শালিসে নির্ধারণ করে দেওয়া সীমানা বাদ দিয়ে জোর পূর্বক সীমানায় পিলার স্থাপন করে। এব্যাপারে বেশি বাড়াবাড়ি করলে জানে মেরে ফেলার হুমকি দেয়। রবিবার বিকাল ৫ টা ২০ মিনিটের সময় আমার জায়গার মাটি কাটার সময় বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় রাতে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করি।এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০ টার সময় আবারও মাটি কাটার সময় বাধা দিলে তারা স্বামী স্ত্রী আমার ওপর হামলা চালায়।
এব্যপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান,একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/পারভেজ