
চট্টগ্রামের ফটিকছড়িতে মিনু আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ সুন্দরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিনু আক্তার একই এলাকার সৈয়দ আব্দুল মেয়াজির বাড়ির সিএনজি চালক সৈয়দ মোহাম্মদ ইমরানের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন, স্বামী-স্ত্রীর ঝগড়ার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩–৪ দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিনও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে পরিবারের সদস্যরা মিনু আক্তারকে বসতঘরের রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। নিহতের পরিবারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
পূর্বকোণ/পারভেজ