
কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরার সময় ৪ জন বাংলাদেশি ও এক রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি।
আটক জেলেরা হলেন উপজেলার শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা আব্দু রহমান (৩৮), আবুল কালাম (৪০) ও শফি আলম (১৯)।
সোমবার (২৭ অক্টোবর) সকালে শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকার আব্দু রহমানের মালিকানাধীন নৌকায় করে তারা সাগরে যান। মিয়ানমারের জলসীমা অতিক্রম করলে আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ তাদের আটক করে।
মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, অবৈধভাবে জলসীমায় প্রবেশ করার কারণে বাংলাদেশি জেলেদের আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, আব্দু রহমানের মালিকানাধীন নৌকা থেকে চার জেলেকে আটকের খবরটি শুনেছি।
পূর্বকোণ/পারভেজ