চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে নিখোঁজের একদিন পর ধানক্ষেতে মিলল বৃদ্ধের মরদেহ
নিহত মুহাম্মদ আব্দুল মালেক

ফটিকছড়িতে নিখোঁজের একদিন পর ধানক্ষেতে মিলল বৃদ্ধের মরদেহ

ফটিকছড়ি সংবাদদাতা

২৭ অক্টোবর, ২০২৫ | ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকায় নিখোঁজের একদিন পর মুহাম্মদ আব্দুল মালেকের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় নিহতের বাড়ির পাশে ধানিজমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত আব্দুল মালেক পশ্চিম ভূজপুর সৈয়দ বাড়ির মৃত আবুল বশরের ছেলে।

 

নিহতের ছেলে আরিফ জানান, গতকাল দুপুর হতে তার পিতাকে পাওয়া যাচ্ছিল না। তিনি শরীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল। শেষতক বাড়ির পাশে ধানক্ষেতে জমে থাকা পানিতে  পাড়াপড়শিরা মরদেহটি ভাসতে দেখে।

 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, খবর পেয়ে পুলিশ পুকুর হতে মরদেহ উদ্ধার করেছে। থানায় কোন অভিযোগ হয়নি। আইনি প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট