চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মিয়ানমার থেকে ফের গুলি টেকনাফের বসতঘরে, এলাকায় আতঙ্ক

মিয়ানমার থেকে ফের গুলি টেকনাফের বসতঘরে, এলাকায় আতঙ্ক

টেকনাফ সংবাদদাতা

২৬ অক্টোবর, ২০২৫ | ১০:৪৩ অপরাহ্ণ

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলি কক্সবাজারের টেকনাফের একটি বসতঘরের টিনের চাল ভেদ করে ঘরে ঢুকে পড়ে। কয়েকদিনের ব্যবধানে গুলি ছুড়ে আসার এমন কয়েকটি ঘটনা ঘটেছে। ফলে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রবিবার (২৬ অক্টোবর) উপজেলার হোয়াইক্যং আমতলী গ্রামের আইয়ুব ইসলামের বসতঘরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগী পরিবারের সদস্য মো. রাব্বি বলেন, সকালে আমার বাড়ির টিনের চালে বড় ধরনের আওয়াজ হয়। ঘর থেকে বের হয়ে চালের ওপরে ওঠে দেখি চাল ছিদ্র। পরে বসতঘরের ভেতরে একটি গুলি দেখতে পাই। সীমান্ত থেকে যদি এভাবে বসতঘরে গুলি এসে পড়ে, তাহলে তো আমাদের আতংকিত না হয়ে উপায় নেই।

হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, আমতলী গ্রামে বসতঘরে গুলি এসে পড়ার খবর শুনেছি।

হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, এর আগে শনিবার বিকেলে ৩ নম্বর ওয়ার্ড তেচ্ছিব্রিজের একটি কম্পিউটারের দোকানেও একটি গুলি এসে পড়ে। একই সময় ছেনুয়ারা বেগম নামের এক নারীর বাড়ির উঠানেও একটি গুলি এসে লাগে।

 

পূর্বকোণ/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট