
কক্সবাজারের টেকনাফে ৩ মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি। এ সময় পাচারের জন্য জড়ো করা ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) ভোররাতে উপজেলার দক্ষিণ লম্বরী ও নোয়াখালীপাড়ায় এই অভিযান চালানো হয়।
অভিযানে আটক আমির হোসেনের ছেলে মো. আবু তাহের (৬৯) ও আবু তাহেরের স্ত্রী দিলদার বেগম (৩৮) নোয়াখালী পাড়ার বাসিন্দা। মোহাম্মদ শফি (৩২) টেকনাফ উত্তর জালিয়া পাড়া আলী হোসেনের ছেলে ।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, মানবপাচার চক্রটি আবু তাহেরের বাড়ি ও মোহাম্মদ শফির বাড়িতে পাচারের উদ্দেশ্যে কয়েকজনকে জড়ো করার সময় ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ৭ জনকেও একই মামলায় আসামি করা হবে। এরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ লম্বরীর ফাইসেল, সাইফুল, নুরুল মোস্তফা, মো. উল্লাহ, সাইদ, হারুন প্রকাশ বাবুল, মিঠাপানি ছড়ার মো. ফিরোজ (৩৭)।
পূর্বকোণ/পারভেজ