
চট্টগ্রামে প্রস্তাবিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা সদর স্থাপনে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় নগরীর পাঁচলাইশের আতুরার ডিপো এলাকায় হেলথ ভিউ মেটারনিটি অ্যান্ড চাইল্ড হসপিটাল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম শহরে অবস্থানরত উত্তর ফটিকছড়ির বিভিন্ন এলাকার বাসিন্দারা অংশগ্রহণ করেন।
সভায় বর্তমান ফটিকছড়ি উপজেলা সদরের নিকটবর্তী সুয়াবিল ইউনিয়নকে স্থানীয়দের মতামতের বিরুদ্ধে প্রস্তাবিত নতুন উপজেলায় অন্তর্ভুক্তি চেষ্টার প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি যৌক্তিক স্থানের পরিবর্তে অন্যায়ভাবে নতুন উপজেলা সদর প্রস্তবিত ‘ফটিকছড়ি উত্তর’র দক্ষিণ প্রান্থে স্থাপন চেষ্টারও প্রতিবাদ জানান সভায় অংশগ্রহণকারীরা।
এ সময় বক্তারা বলেন, ২০০৭ সালে একটি নির্দিষ্ট ইউনিয়নের নামে অযৌক্তিক স্থানে থানা স্থাপন করায় নানা বিভ্রান্তি তৈরি হয়েছে। এখনও এই কারণে ভোগান্তি পোহাচ্ছেন কয়েক লক্ষ মানুষ। তাই পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে যৌক্তিক স্থানে প্রস্তবিত নতুন উপজেলা সদর স্থাপন করতে হবে।
তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল অযৌক্তিভাবে বর্তমান ফটিকছড়ি উপজেলা সদরের নিকটবর্তী ইউনিয়ন সুয়াবিলকে স্থানীয় জনগণের মতামতের বিরুদ্ধে প্রস্তাবিত নতুন উপজেলা জুড়ে দেওয়ার পায়তারা করছে। তিন চতুর্থাংশ এলাকাকে একপাশে অন্ধকারে রেখে অন্যায়ভাবে প্রস্তাবিত উপজেলার দক্ষিণপ্রান্তে ‘উপজেলা সদর’ স্থাপনের চেষ্টা চালাচ্ছেন। এমনটা হলে উত্তর ফটিকছড়ির মানুষ তীব্র আন্দোলন গড়ে তুলবেন।
এ সময় সব অপচেষ্টা প্রতিহত করে যে কোনো মূল্যে যৌক্তিক স্থানে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা সদর স্থাপন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় বিজিএমইএ সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, অধ্যাপক মো. সেলিম উদ্দিন, জনতা ব্যাংকের সহকারি মহা-ব্যবস্থাপক মোহাম্মদ আবুল মনসুর, খাইরুল খোমেনি, অ্যাডভোকেট শাহাজান সিরাজ, সাংবাদিক আরাফাত বিন হাসান, রাজনীতিবিদ আ.জ.ম. ওসমানি, রবিউল হাসান, শাহ আলম, মাষ্টার মাহমুদুল হাসান, ব্যবসায়ী ইউসুফ আকবর, কাউছার সিকদার, আব্দুল কাদের, জসীম পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ