চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মহেশখালীতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল টমটম চালকের
প্রতীকী ছবি

মহেশখালীতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল টমটম চালকের

মহেশখালী সংবাদদাতা

২৬ অক্টোবর, ২০২৫ | ৩:৫৫ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে টমটমের ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরা মিয়া (১৬) নামক এক চালকের মৃত্যু হয়েছে। নিহত গুরা মিয়া দক্ষিণ মগডেইল বিশ্বহাড়ি নামক এলাকার রাজা মিয়ার ছেলে।

 

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার মাতারবাড়ী দক্ষিণ মগডেইল ডেজিবর গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, দক্ষিণ মগডেইল ডেজির বাপের গ্যারেজে টমটেমর ব্যাটারিতে চার্জে দিতে গিয়ে তারে হাত লাগাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে চালক গুরা মিয়া। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় নতুন বাজার ডিজিটাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. হারুন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তদন্ত করে প্রয়োজন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট