
বান্দরবানের থানচির বলিপাড়া ইউনিয়নের বলিবাজারে আগুনে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২টায় এ আগুনের ঘটনা ঘটে।
দেড় বছরের ব্যবধানে এটি এলাকায় তৃতীয়বারের মতো বড় আগুন।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, গতকাল শনিবার দিবাগত রাতে ২টার দিকে বাজারের একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে।
বাজার ব্যবসয়ী কমিটির সভাপতি অংসিংম্যা মারমা জানান, রাত গভীর হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে বাজারে দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে হৈ-চৈ শব্দ শুনে দোকান থেকে বের হয়ে দেখি আগুন জ্বলছে। টিটু দাশের রেস্টুরেন্ট ও জাফর আহম্মদের মালিকানাধীন দোকানের মাঝখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
বাজারের পাশে পাড়ার (বাগান পাড়া) বাসিন্দা মংলুং মারমা জানান, হঠাৎ করে বাজার থেকে হৈ-চৈ শুনে ঘর থেকে বের হয়ে দেখি আকাশে আগুনের শিখা। দেখামাত্রই মোটরসাইকেল বের করে বাজারের দিকে এসে দেখি আগুন জ্বলছে। আশপাশের এলাকার মানুষ আরও অনেকেই ছুটে এসে আগুনে নেভানোর চেষ্টা করে।
আগুনে ক্ষতিগ্রস্ত হ্লায়ইচিং মারমা নামে এক কাপড় ব্যবসায়ী বলেন, খুব দুর্ভাগ্য আমার। ২০২০ সালের ১০৯টি দোকান এবং ২০২৩ সালেও একবার রাতে আগুনে পুড়ে প্রায় ৫০টি দোকান ভস্মীভূত হয়েছিল। আজ আবারও পুড়লো। এবারও মালামাল সরানোর সুযোগ পেলাম না।
বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা জানান, আগুনের ঘটনা জানার পরপরেই বাজারে এসেছি। এলাকার মানুষের সাথে কথা বলেছি। আগুনে মোট ১৩টি দোকান পুড়ে গেছে। এতে ১৩টি দোকানের প্রায় ৩ কোটি ৩৫ লক্ষাধিক টাকার মালমাল ও নগদ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। একজনের ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
থানছি থানা ফায়ার স্টেশনের ফায়ার লিডার পিয়ার মোহাম্মদ জানান, শনিবার দিবাগত রাতে সোয়া ২টায় বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট আগুন নিভানো ও উদ্ধার তৎপরতা চালায়। তৎক্ষণিকভাবে আমাদের অভিজ্ঞতা থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা বেশি। তবে তদন্ত করে আসল রহস্য জানা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদুল্লাহ-আল-ফয়সাল বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার, কম্বল বিতরণ করা হবে। এছাড়াও বান্দরবান জেলা প্রশাসক মহোদয়কে বিস্তারিত জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
পূর্বকোণ/পিআর/এএইচ