
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ১ লাখ ২২ হাজার ৪৬৩ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ১০ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি/১১ এলাকায় অভিযান চালিয়ে মৃত আইয়ুবের স্ত্রী দিলবাহার (৫০)কে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে ১ লাখ ১২ হাজার ৪৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ ২৫ অক্টোবর র্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিলবাহার দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুত হচ্ছে।
অন্যদিকে একই রাতে ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি এলাকায় ৮ এপিবিএন অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ মো. আয়াস নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে।
৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ আহমেদ জানান, রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/পারভেজ