
কক্সবাজারের চকরিয়ায় ছিনতাইয়ের অভিযোগ করায় দুর্বৃত্তদের গুলিতে সিরাজুল ইসলাম (৩৭) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার চিরিংগা সওদাগরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম একই এলাকার ওমর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন মিয়া বলেন, প্রবাসী সিরাজের মৃত্যু পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সিরাজের ভাতিজা আবু সোয়াইব চিরিংগা ইউনিয়নের মাছঘাট স্টেশন থেকে টাকা তুলে বাড়ি ফিরছিল। সওদাগরঘোনা চারা বটতলী এলাকায় পৌঁছালে কয়েকজন তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
এ ঘটনায় মো. সোয়াইব থানায় লিখিত অভিযোগ দায়ের করলে প্রতিপক্ষের লোকজন তার চাচা সিরাজুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/পারভেজ