চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চকরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু
প্রতীকী

চকরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু

‎চকরিয়া সংবাদদাতা

২৫ অক্টোবর, ২০২৫ | ৮:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রিয়াদ উদ্দিন মিয়া (৩১)  নামে এক যুবক নিহত ও মুসা মোল্লা (২৮)নামে একজন গুরুতর আহত হয়েছেন । 

 

‎আজ শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার ইসলামনগরের ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

‎স্থানীয় সূত্রে জানা গেছে,  দুর্ঘটনার পর গুরুতর আহত দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। একজন যাওয়ার পথেই মারা যান।

 

‎চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক আরিফুল আমিন দুর্ঘটনার বিষয়টি  নিশ্চিত করে বলেন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট