চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে আগুনে পুড়ল ৩ বসতঘর  

বাঁশখালীতে আগুনে পুড়ল ৩ বসতঘর  

বাঁশখালী সংবাদদাতা

২৫ অক্টোবর, ২০২৫ | ৩:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে একটি মোটরসাইকেল নগদ টাকা , কাপড়, চাল, ধান, হাঁস-মুরগীসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন- মোহাম্মদ হোসাইনের  ছেলে মোহাম্মদ কামাল উদ্দিন মাঝি, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ এরশাদ। 

বাঁশখালী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত নির্ণয়ে কাজ চলছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট