
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম শিলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) দিনের শুরুতে স্থানীয় একটি হলরুমে পোলিং এজেন্টদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেন তিনি। কর্মশালায় প্রার্থীর পক্ষে সংগঠিত ভোটারদের করণীয় ও নির্বাচনী প্রস্তুতি বিষয়ে আলোচনা হয়।
এরপর তিনি ইউনিয়নের নটুয়ারটিলা, মিনাগাজির টিলা, শিলক বাজার, তেলের দিঘির পাড়, রাজাপাড়াসহ একাধিক স্পটে উঠান বৈঠক ও পথসভায় বক্তব্য দেন। এসব সভায় তিনি স্থানীয় ভোটার, ব্যবসায়ী, শিক্ষার্থী ও ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মতামত শোনেন।
গণসংযোগে ডা. রেজাউল করিম বলেন, আমরা দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না। ন্যায়ের পথে চললে আল্লাহর বরকত আমাদের কর্মকাণ্ডে নেমে আসবে। জনগণের সেবায় নিবেদিত রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, উন্নয়ন ও ন্যায্যতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে জনগণের আস্থা ও অংশগ্রহণই মূল শক্তি। এজন্য সৎ, যোগ্য ও নীতিনিষ্ঠ নেতৃত্ব দরকার।
দিনব্যাপী এ গণসংযোগে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উত্তর জেলার সহকারী সেক্রেটারি ফজলুল করিম, হাসান মুরাদ, মাওলানা শওকত, মাস্টার হাসেম, জাফর আহমদ তালুকদার, রাশেদ তালুকদার, কাজী ইরফান, হেলাল চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে নির্বাচনী প্রচারণা ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকে প্রার্থীকে সরাসরি প্রশ্ন করেন স্থানীয় সমস্যাগুলো নিয়ে—বিশেষ করে সড়ক সংস্কার, বন্যা নিয়ন্ত্রণ ও যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে। ডা. রেজাউল করিম প্রতিশ্রুতি দেন, জনগণের এসব দাবিকে নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার দেওয়া হবে।
পূর্বকোণ/পিআর