চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ইউপিডিএফের হয়ে চাঁদা আদায়কারী আটক পানছড়িতে

অনলাইন ডেক্স

২৫ অক্টোবর, ২০২৫ | ১১:১১ পূর্বাহ্ণ

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের পক্ষে অবৈধ চাঁদা আদায়ে জড়িত একজনকে আটক করেছে সেনাবাহিনী।

গতকাল শুক্রবার রাতে সেনাবাহিনীর পানছড়ি ক্যাম্পের অভিযানে তাকে আটক করা হয়।

পানছড়ি সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ মাহবুব রহমান (৫৩) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি পানছড়ি দমদম এলাকার মৃত ডা. মিজানুর রহমানের ছেলে।

অভিযানের সময় মাহবুবের কাছ থেকে এক লাখ টাকা এবং একাধিক চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফের হয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায় করে আসছিলেন।

আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং চাঁদা আদায় চক্রের অন্য সহযোগীদের শনাক্তের প্রচেষ্টা চলছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট