চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সাজা এড়াতে নাম–ঠিকানা বদলে এনআইডি, ৯ বছর পর গ্রেপ্তার

তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি

সাজা এড়াতে নাম–ঠিকানা বদলে এনআইডি, ৯ বছর পর গ্রেপ্তার

কাপ্তাই সংবাদদাতা

২৪ অক্টোবর, ২০২৫ | ৬:০৮ অপরাহ্ণ

মো. রকি , তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া চর বটতল এলাকার ইসহাকের ছেলে । সাজা থেকে বাঁচতে নাম-ঠিকানা পাল্টে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। তবুও শেষ রক্ষা হয়নি রকির। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাংগামাটি শহর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, আসামি রকি কাপ্তাই থানার (২০১৬) একটি গাড়ি চুরি মামলার আসামি। বিচার পক্রিয়া শেষে রকি এবং তার সহযোগি সাইফুল ও মানাকে রাংগামাটির বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ বছরের সাজা প্রদান করেন। রকি সাজা থেকে বাঁচতে নিজের এনআইডি কার্ডে ( জাতীয় পরিচয়পত্র) তার নিজের নাম রকি এর জায়গায় জামাল, পিতার নাম মো. ইসাহাক এর জায়গায় খালু জাহাঙ্গীর আলমের নাম এবং মায়ের নাম পাখি বেগমের জায়গায় খালা মিনু বেগমের নাম ঠিকানা ব্যবহার করে এনআইডি কার্ড তৈরেন।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট