চট্টগ্রাম রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

আইজিএমআইএস কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন

বিজ্ঞপ্তি

২১ অক্টোবর, ২০২৫ | ১০:২০ অপরাহ্ণ

আইজিএমআইএস কলেজে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম সোমবার (২০ অক্টোবর) সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এস.এম. জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ পুষ্প কান্তি বড়ুয়া এবং সাংবাদিক এস.এম. পারভেজ।

এছাড়া কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যক্ষ তার স্বাগত বক্তব্যে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে প্রবর্তিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল বিবিএ এবং সিএসই প্রোগ্রামের কোর্স কারিকুলাম এবং আধুনিক বিশ্বে মুক্ত বাজার অর্থনীতিতে ব্যবসা প্রশাসনের ভূমিকা এবং সিএসই কোর্সের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, আইজিএমআইএস কলেজ জাতীয়বিশ্ববিদ্যালয় অনুমোদিত একটি আদর্শ কলেজ, যেখানে শিক্ষার্থীদের জন্য আধুনিক সব শিক্ষাউপকরণ, লাইব্রেরি ,কম্পিউটার ল্যাবসহকারে পাঠদানের জন্য রয়েছেন স্বনামধন্য অধ্যাপকবৃন্দ।ছাত্রছাত্রীরা নিষ্ঠার সাথে ক্লাসে মনোযোগী হয়ে অভিজ্ঞ শিক্ষকগণের সান্নিধ্যে নিজদের ভবিষ্যত উজ্জ্বল করে তুলবে এই প্রত্যাশা করি।

প্রফেসর পুষ্প কান্তি বড়ুয়া বিশ্বায়নে বাংলাদেশের অর্থনীতির অবস্থান এবং ডিজিটাল শিক্ষা সেবা বিষয়ে আলোকপাত করেন।

প্রধান অতিথি ডা. শাহদাত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের প্রাণকেন্দ্র বন্দরনগরী চট্টগ্রামকে ক্লিন সিটি, গ্রীন সিটি এবং হেলদি সিটি রুপায়নে তরুণ যুবাদের অংশগ্রহণ জরূরী।সাধারণ জনগণকে সচেতন করে তুলতে তোমাদেরই দায়িত্ব নিতে হবে।

ছাত্রদের সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে নতুনভাবে পাওয়া এই দেশকে বিশ্বের মানচিত্রে গৌরবময় অবস্থানে পৌঁছে দেবে তোমরাই।

এ জন্য চাই ঐক্য,বন্ধুত্বপূর্ণ ও সহনশীল মনোভাব যা একটি সাসটেইনেবল বা টেকসই বাংলাদেশ গড়ে তুলবে।মনে রাখবে দেশপ্রেম ও সততার কোন বিকল্প নেই।এটাই হবে শিক্ষালাভের মূল লক্ষ্যে।

আইজিএমআইএস কলেজের শিক্ষাপরিবেশ ও কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, জাতীয়বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই কলেজ নগরীর শিক্ষাবিস্তারে বিশেষ ভূমিকা রাখছে।
অন্যা বক্তাগণ শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার নির্মাণে মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন।তারা লেখাপড়ার পাশাপাশি উপস্থাপন দক্ষতা, আইটি দক্ষতা ও বিশ্লেষণ দক্ষতার উপর গুরুত্ব দেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট