চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

২৪ ঘন্টারও কম সময়ে কক্সবাজার থেকে আটক ৩ ছিনতাইকারী, ভ্যান ও অটোরিকশা উদ্ধার

কক্সবাজারে ৩ ছিনতাইকারী আটক, ভ্যান ও অটোরিকশা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

২৩ অক্টোবর, ২০২৫ | ১০:০১ অপরাহ্ণ

কক্সবাজার সদরে ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। এই সময় একটি ভ্যান ও অটোরিকশা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পৃথক অভিযানে সদর থানার খুরুশকুল ইউনিয়ন ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

আটক জিহাদুল ইসলাম (২৭) খুরুশকুল দক্ষিণ মামুন পাড়ার নূর মোহাম্মদের (কালু) ছেলে। মো. রফিক উল্লাহ (২১) সদর ইউনিয়নের ঘোনার পাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। ছিনতাই প্রতিরোধে পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট