চট্টগ্রাম রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৩ অক্টোবর, ২০২৫ | ৮:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সোনা মিয়া (৪৮) নামে এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

তিনি লালানগর ২ নম্বর ওয়ার্ডের পানি খরখরার বাড়ির মো. ইউসুফ মিয়ার ছেলে।

বুধবার (২২ অক্টোবর) রাত ৯টায় রাঙ্গুনিয়ার এলাকা লালানগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৭।

‎র‌্যাব জানায়, রাঙ্গুনিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ মামলার পরোনাভুক্ত পলাতক আসামি সোনা মিয়াকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে রাঙ্গুনিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

‎রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।‎

পূর্ব‎কোণ/এএইচসি/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট