
চট্টগ্রামের হাটহাজারীতে ৩১টা প্রাণঘাতী বিষধর পদ্মগোখরা সাপের বাচ্চা এবং ৪০টা ডিমের খোসা উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশ।
আজ বুধবার (২২অক্টোবর) বিকেলে পৌরসদরস্থ ১১ মাইল এলাকার মিঠাছড়ার কূল ৩ নং ওয়ার্ডের একটা ভাড়া বাসা থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশ এর হাটহাজারী প্রতিনিধি রেজাউল করিম রাকিব।
তিনি বলেন, উল্লেখিত স্থানের ঐ ঘরটিতে গতরাতে ১টি সাপ দেখতে পায় পরিবারের লোকজন। এরপর তাদের ঘর থেকে রাতে সাপটি উদ্ধার করা হয়। আজ (বুধবার) একই ঘরে দুপুরে পুনরায় আরও ১টি সাপ দেখার খবর পেয়ে ঘরের ২টা রুমের ফ্লোর ভেঙে ৩১টা প্রাণঘাতী বিষধর পদ্মগোখরা সাপের বাচ্চা এবং ৪০টা ডিমের খোসা উদ্ধার করা হয়। এ সময় সাপ উদ্ধারে সহযোগিতা করেন জিসাত।
হাটহাজারী নাজিরহাট রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সাপগুলো উদ্ধারের পর হাটহাজারী ১১ মাইল এলাকায় বনবিভাগের হেফাজতে রয়েছে। এগুলো গহীন জঙ্গলে অবমুক্ত করা হবে।
পূর্বকোণ/পারভেজ